Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে বেতাগী সদর ইউনিয়ন

বরগুনা জেলার বেতাগী উপজেলাধীন বেতাগী সদর ইউনিয়ন পরিষদ অত্র জেলার বেতাগী উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ। উপজেলা পরিষদ থেকে ৫০০ গজ পূর্বে বেতাগী পৌর শহরের ০৭ নং ওয়ার্ডে অবস্থিত। ইউ,পির নতুন কমপ্লেক্স ভবন অত্র ইউ, পির ০৬ নং ওয়ার্ড কিসমত ভোলানাথপুর গ্রামে নির্মাণ কাজ চলমান। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালন, খেলাধূলা সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি বরগুনা জেলায় বেতাগী উপজেলার কালের স্বাক্ষী হিসাবে দাড়িয়ে আছে। অত্র ইউনিয়নে সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তথা প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কিন্ডার গার্টেন এবং মসজিদ, মন্দির, খেলার মাঠ, সরকারী-বেসরকারী অফিস, সহ বিভিন্ন স্থাপনা রয়েছে। সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন হিসাবে পরিচিতি লাভ করেছে।

*সীমানাঃ উত্তরে-বিবিচিনি, দক্ষিনে-মোকামিয়া ও হোসনাবাদ, পূবে-মির্জাগঞ্জ উপজেলা, পশ্চিমে-বিশখালী নদী।

           * স্থাপন কালঃ ১৯৬১ খ্রীষ্টাব্দ। (ক) আয়াতরঃ ২৪.০৩৫ বঃ কিঃ মিঃ (খ) মোট লোক সংখ্যাঃ ২২,৪৯০ জন (গ) গ্রামের সংখ্যাঃ ১৩টি (ঘ) মৌজার সংখ্যাঃ ১৩টি (ঙ) হাট-বাজারের সংখ্যাঃ০২টি (চ) শিক্ষা প্রতিষ্ঠানঃ ৩১টি (ছ) শিক্ষার হারঃ ৬২.৭৩% (জ) যোগাযোগ ব্যবস্থাঃ সড়ক ও নৌ পথ (ঝ) জমির পরিমাণ (একর) ফসলীঃ ৫৪২৪ একর, পতিতঃ  ৪৩২ একর